ধ্বংস নগর | থ্রিলার | মিনহাজ রহমান


 

অশুভ এক দর্শন বুকে করে বয়ে এনে দেশের মাটিতে পা রাখেন জুবায়ের খান মনে মনে আঁকতে থাকেন ভবিষ্যৎ ওলট পালট করে দেবার ভয়ঙ্কর এক খ্যাপাটে ছক।

দাবার গুটি হিসেবে বেছে নেন দিমিত্রি এবং আব্বাস শেখের মতো অন্ধকার জগতের মানুষদের, আর ব্যবহার করতে শুরু করেন নিশি এবং পরিমল বাবুর মতো নিরপরাধ কয়েকজনকে। ক্রুর এক অহংবোধ দিয়ে তিনি প্রমাণ করেই ছাড়বেন তাঁর পাগলাটে দর্শন, " পৃথিবী শুধু যোগ্যদের জন্য।" অযোগ্যদের শারীরিক মুক্তি ছাড়া যোগ্যদের এগোনো সম্ভবপর নয়, উন্নতিও অসম্ভব।

অন্ধকার এই দর্শনকে ঘিরে মিনহাজ রহমানের মৌলিক থ্রিলার "ধ্বংস নগর।"

ইবইটি পাওয়া যাচ্ছে অ্যাপল, কোবো এবং গুগল প্লে স্টোরে। 

সবগুলো ইবুকস্টোরের লিংক এখানে। 

Comments