লেট'স কালার বাংলাদেশ- তারেক নূরুল হাসান





মনে করুন আপনি একজন প্রবাসী বাংলাদেশী এবং আপনার ছোট্ট শিশুটিকে নিয়ে আপনি বেড়াতে গেছেন বাংলাদেশে। আপনি চাইছেন সে খানিকটা হলেও চিনুক বা জানুক তার বাবা-মার জন্মভূমিকে।
কিন্তু মজার ব্যপার হল , এখানে সেখানে ঘুরতে ঘুরতে সে নিজে থেকেই চিনে ফেলল শহীদ মিনার, বা শাপলা চত্বর। রিকশায় চড়তে গিয়ে আনন্দিত কণ্ঠে বলল, আমি তো এটা চিনি, রঙ করেছি এটা আমি! একইভাবে সে চিনে ফেললো দোয়েল, নৌকা অথবা বেবি ট্যাক্সি ! দারুণ হবে না? 🙂
ঠিক এরকমই একটি ভাবনা থেকে এই কালারিং বইটি তৈরি, যেটার নাম লেট’স কালার বাংলাদেশ।

বইটির হার্ড কপির জন্যেঃ

/ অর্ডার করুনঃ এমাজন ডট কম।

আর ইবুক-এর জন্যে ক্লিক করুন নিচের লিংকে।
/ গামরোড 

Comments