অ্যাপল বুকস্টোরে বাংলা ইবই
অ্যাপলের বুক স্টোরে ইবই তুলতে এর আগে ম্যাকবুকের (macOS) প্রয়োজন হত। কারণ ইবুক আপলোডের জন্যে Itunes Producer নামের যে সফটওয়্যারটি দরকার হয় সেটির কোন পিসি (PC/ Windows) সংস্করণ নেই।
সম্প্রতি অ্যাপল তাঁদের ইবই স্টোরে বই আপলোডের পদ্ধতি ব্রাউজার ভিত্তিক করে দিয়েছে। তাই এখন আর আইটিউন্স প্রোডিউসার ব্যবহার করাই একমাত্র উপায় নয় বরং যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করেই অ্যাপল বুকস্টোরে ইবই আপলোড করা যাবে।
লিংকটি নিচে দেয়া হলো।
উল্লেখ্য, অ্যাপল বুক অনেক বছর ধরেই বাংলা ইবুক সাপোর্ট করে।
Comments