বালুনদী ও গরুর হাটের গল্প | মোয়াজ্জেম আজিম



বইদ্বীপ থেকে প্রকাশিত হলো মোয়াজ্জেম আজিম-এর গল্প সংকলন 'বালুনদী ও গরুর হাটের গল্প'। 

বইটি পাওয়া যাচ্ছে গুগল, অ্যামাজন, অ্যাপল ও কোবো সহ আরও অনেকগুলো ইবুকস্টোরে। বইটি পেতে নিচের লিংকে ক্লিক করুন। 

বইয়ের ফ্ল্যাপ থেকে- ‘বালুনদী ও গরুর হাটের গল্প’ নামে দুই মলাটের অধিভুক্ত ১০ টি গল্প এক ঝটকায় পড়ে ফেলার অভিজ্ঞানে আমরা আশ্চর্য এক অহঙ্কারী পশ্চাৎপদতার সামনে এসে দাঁড়াই - মোয়াজ্জেম আজিম নিজেকে বড় লেখক হিসেবে জাহির করার উচ্চ পরিকল্পনা ষোলোআনা বাতিল করে দেন; তাঁর লেখায় নন্দনতাত্বিক দূরত্ব ও সমঝোতার ছিটেফোঁটাও নেই- এখানে জীবন আসে জীবনেরই রঙে নিরাপোষ বোঝাপড়াসহ, দুর্নিবার সারল্যে, আক্রমণমুখী একচক্ষু ষাঁড়ের নিরঙ্কুশ হিংস্রতায়; উৎকৃষ্ট বাজুবন্দ অথবা মাকড়ী বানাবার জন্যে স্বর্ণদানার সঙ্গে যে কিয়দংশ খাদ মিশানো লাগে সেই বাণিজ্যেও আজিম নারাজ - ফলে তাঁর গল্পের ভিত ও বিন্যাস হয়তো কিছুটা অমজবুত হয়ে পড়ে তা-ও তাঁর একরোখা জৈব উদ্যোগে সামান্যতম ভাটা পড়ে না; তাঁর ভাঙন ও বুনিয়াদ, দহন আর মায়াজালের গোজীবন, মৎসবসতি, ঘোড়াউত্রা গাঙ্গের কাদামাটি সোজাসাপ্টা নিরাভরণ- কৃষক ধীবরের পুত্রপুত্রীরা তারাবাইন মাছের আঁশটে বনালা ঘ্রাণে তৎপরতায় খাঁটি যেভাবে তরবারির সৌন্দর্য তার নৃশংসতায় গাঁথা; ফলে আমরা প্রতিবার মোয়াজ্জেম আজিমের মনোভাব পড়ি আর নিরন্তর মোকাবেলা করি কাল-পরম্পরায় প্রতিষ্ঠিত দুঃস্বপ্নের যমজ ভাই এবং নাভিমূলে সংলগ্ন এক তামাদি আগুনের ভাষ্য।- বদরুজ্জামান আলমগীর। 



Comments