বৃষ্টিদিন রৌদ্রসময় | অমিত আহমেদ

 




অমিত আহমেদ মূলতঃ গল্পকার। 

চলতি পথের চিরচেনা মানুষ, ট্রেনে বাসে স্কুলে যাওয়া মানুষ, অথবা পাশের ফ্ল্যাটের নিঃসঙ্গ মানুষটির কথা অমিতের গল্পে উঠে আসে দেয়াল ভেঙে। 

এসব গল্পপাঠ নিছক গল্প নয়, পাঠকের ভেতরে নাড়িয়ে দিয়ে যায় হিম বরফ ছুরির মত। 

তাই অমিতের লেখা গল্পকে পাঠক নিজের করে নেয়। যেমন নিয়েছে এর আগে নানান পত্র পত্রিকা, ব্লগ এবং অনলাইন ফোরামের পাঠকবৃন্দ। 

তার প্রথম উপন্যাস ‘গন্দম' ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে বইমেলা ২০০৮ এ। 

জীবনের আনন্দ-বেদনা এবং সংঘাতের আলোছায়া চিত্রণে অমিতের এবারের গল্প সংকলন ‘বৃষ্টিদিন রৌদ্রসময়’।


ইবইয়ের লিংক- এখানে। 


Comments