নৈঃশব্দ্যে নৈবেদ্যে এসো | নুশান জান্নাত চৌধুরী | কবিতা




বাহান্নটি কবিতা নিয়ে নুশান জান্নাত চৌধুরীর প্রথম কবিতা গ্রন্থঃ নৈঃশব্দ্যে নৈবেদ্যে এসো।

ক্লেশ, অভিমান, অভিযোগ, বিভেদ কে একপাশে সরিয়ে আত্মস্বস্তির খোঁজে যেখানে প্রজাপতিরা নাইতে যায়, যেখানে জগৎ ও জীবনের পথে এক নিবিষ্ট পথিক চিরকাল জল ছুঁয়ে চলে যায় দূর থেকে দূরে, পূর্নিমায় দেখে ভূতনাচ, উর্বর লতাপল্লবে দেহ জড়িয়ে রোদের রং মেখে ঘুমিয়ে থাকে কোনো এক স্বপ্নভূমে, আবার কোনো উদ্বেল আঁধারে জেগে উঠে কিছুই মনে না রেখে রাতের নক্ষত্র বেয়ে নামা ঢেউয়ে টলমল ভেসে চলে যায়~ যেখানে বিনিদ্র বিরান ভুঁই। কবিতার বিষয়বস্তু প্রেম- যেখানে নৈঃশব্দ্য বৈদূর্যমণির মতো।

ইবই পাওয়া যাচ্ছে অ্যাপল, কোবো, গুগল ও ওভারড্রাইভে। 

লিংক ক্লিক করুন এখানে। 

Comments